অযোধ্যার রাম মন্দিরের উত্তাপে ফুটছে গোটা দেশ। তার মধ্যেই শীতলতম কলকাতা। মেঘ আর কুয়াশার জোড়া দাপটে পারদ নামছে বঙ্গে। গত ২৪ ঘণ্টায় রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে দু ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা এদিনও স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি কম। ফলে এবার ২০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে সর্বোচ্চ তাপমাত্রা।
বুধবার ফের রাজ্যে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরের জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে যেমন কুয়াশা থাকছে, তেমনই থাকবে। পশ্চিমের জেলায় পারদ সোমবার রাত থেকে আরও একটু কমতে পারে বলেই মনে করা হচ্ছে।
সোমবারও কলকাতার আকাশ কার্যত মেঘলা। তবে বৃষ্টির কোনও সম্ভবনা নেই। শহরের সর্বোচ্চ তাপমাত্রা নামতে পারে ১৮ ডিগ্রির ঘরে। সর্বনিম্ন তাপমাত্রা ঘুরপাক খেতে পারে ১১ ডিগ্রির ঘরে।