গত ৫৪ বছরের রেকর্ড ভেঙে নাকি মার্চের দ্বিতীয় শীতলতম দিন হয়েছে কলকাতা। বুধবার এই দাবি করছে আবহাওয়া দফতর। কিন্তু প্রশ্ন হল এর স্থায়িত কতদিনের ? হাওয়া অফিস জানিয়েছে, ধীরে ধীরে গরমের দিকে যাচ্ছে বাংলা। দক্ষিণবঙ্গে যার প্রভাব পড়তে চলেছে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত শীতল থাকবে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া। কারণ, ওই জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বইবে ঝড়ো হাওয়া। ফলে পারদ কিছুটা হলেও নামবে।
তবে, দক্ষিণবঙ্গে পারদ এবার চড়তে শুরু করবে। আর কয়েকদিন পরেই বসন্ত হারিয়ে যাবে। সেই হারিয়ে যাওয়ার আগেই গরমকে স্বাগত জানিয়ে যাওয়ার ইঙ্গিত মিলতে পারে। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২৪ ও ১৮ ডিগ্রির ঘরে। এদিন আকাশ আংশিক মেঘলা থাকবে বলেই দাবি।