কালীপুজোতেও রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। যার জেরে দীপাবলির মরশুমেও তাল কাটতে পারে বলেই মত আবহাওয়াবিদদের।
আলিপুর হাওয়া অফিসের মতে, আগামী ২৪ ঘন্টার মধ্যে উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন অঞ্চলে ঘূর্ণাবর্ত সৃষ্টির আশঙ্কা রয়েছে। যা পরবর্তীতে নিম্নচাপে পরিণত হবে বলেই খবর। পরবর্তীতে তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এদিকে, বঙ্গোপসাগরে থেকে নিম্নচাপটিও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ফলে দীপাবলিতেও রাজ্যবাসীর সঙ্গী হতে চলেছে বৃষ্টি।
আরও পড়ুন- Metro Service in Kali Puja 2022: কালীপুজো ও দীপাবলীতে স্পেশাল ট্রেন, মাঝরাত পর্যন্ত চলবে মেট্রো
রবিবার থেকে মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তবে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বঙ্গে। উত্তরবঙ্গের আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকলেও দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।