নভেম্বর মাসের শেষ সপ্তাহ। দুয়ারে কড়া নাড়ছে ডিসেম্বর। নভেম্বর তুলনায় শীতলতম হলেও জাঁকিয়ে ঠান্ডা এখনও পড়েনি। ফলে শীত প্রেমীদের মনে একটাই প্রশ্ন কবে ঠান্ডা পড়বে?
এরমধ্যেই সুখবর শুনিয়েছে আলিপুর হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, রাজ্যজুড়ে শীতের আমেজ বজায় থাকবে আগামী কয়েক দিন। মঙ্গলবার থেকে কমবে তাপমাত্রার পারদ। এই মুহূর্তে উত্তুরে হাওয়া তেমন কোনও বাধার সম্মুখীন হচ্ছে না। ফলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে আগামী ১৫ ডিসেম্বর থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে রাজ্যে।
আগামী কয়েক দিন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপমাত্রা অন্য জেলার থেকে তুলনায় অনেকটা কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর.
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। সকাল থেকেই আংশিক মেঘলা রয়েছে আকাশ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই ভালো ভাবে অনুভূত হচ্ছে শীতের আমেজ। বিশেষ করে ভোরের বাতাসের শিরশিরানী বাতাস বলে দিচ্ছে শীত পড়তে আর হয়ত বেশি দেরি নেই।