তার দাপটে ঠান্ডা পালিয়েছে। এবার কী বসন্ত উধাও হয়ে যাবে ! কারণ, ফের নাকি বঙ্গে হতে পারে বৃষ্টি। আলিপুরের দাবি, সাগরে একটা উচ্চচাপ বলয় তৈরি হচ্ছে। তার জেরেই নাকি বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতি ও শুক্রবার।
এমনিতেই ধীরে ধীরে পারদের মাত্রা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় পারদ বেড়েছে স্বাভাবিকের থেকে প্রায় সাড়ে তিন ডিগ্রি বেশি। হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহেই তিরিশের ঘরে পারদ উঠবে। তার আগে বৃষ্টির পূর্বাভাস।
এদিন কলকাতা ও তার পাশ্বর্বতী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় সাড়ে তিন ডিগ্রি বেশি। মঙ্গলবার কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা।