নিম্নচাপ সরছে না। দক্ষিণ বাংলাদেশের যে অংশে এটি অবস্থান করছিল, আলিপুর আবহাওয়া দফতরের দাবি, এখনও ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে নিম্নচাপ। যার জেরে ভাদ্রে তাল পাকার বদলে গাছের তাল কাঁচাই থেকে যাচ্ছে। আর ক্রমেই কালো হয়ে আসছে দক্ষিণবঙ্গের আকাশ। আজ, মঙ্গলবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টির প্রকোপ বাড়তে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। অর্থাৎ দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরের উপর নিম্নচাপের প্রভাব রয়েছে বলেও জানানো হয়েছে। কলকাতায় ভারী বৃষ্টি না হলেও, দু-এক পশলা বৃষ্টিতে ভিজতে পারে শহর। হলুদ সতর্কতা জারি রয়েছে দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, বাঁকুড়া এবং পুরুলিয়ার উপরে।
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির কাছাকাছি থাকবে। সর্বনিম্নের পারদ ঘোরাফেরা করবে ২৬ ডিগ্রির ঘরে। তবে, নিম্নচাপের জেরে ভ্যাপসা গরম থাকবে। যা অনুভব করাতে পারে পচা ভাদ্রকে। কারণ, বাতাসে সর্বোচ্চ আদ্রর্তার পরিমাণ থাকতে পারে ৯৭ শতাংশ।