দিনভর বৃষ্টিতে শীত বিদায়ের সংবাদ শোনাল হাওয়া অফিস। আলিপুর জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার, দু দিনই বাংলার বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলা বৃষ্টি হলেও, ঠান্ডা তেমন ওঠা-নামা করবে না। এই পরিস্থিতি থেকে শীতের ঘুরে দাঁড়ান ক্ষীণ বলেই দাবি হাওয়া অফিসের।
মূলত বাংলাদেশের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরেই শীতের ছন্দপতন হল বলে দাবি করা হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টাতেও এই একই পরিস্থিতি থাকবে। তবেও কোথায় খুব একটা ভারী বৃষ্টি হবে না। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ও ১৯ ডিগ্রি সেলসিয়াস।
তবে অসময়ের এই বৃষ্টির ফলে ধাক্কা খেল মরশুমি চাষ। বিশেষ করে হুগলি, বর্ধমানের মতো কৃষি নির্ভর জেলায় এই বৃষ্টির ফলে ফসলের খানিক ক্ষতি হয়েছে বলেও জানা গিয়েছে।