ভোট পঞ্চমীতে বৃষ্টি মাথায় করেই ভোট দেবেন ভোটাররা। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার দুপুরের পর থেকেই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে রাজ্যের ১০ জেলায়। শুধু দক্ষিণবঙ্গ নয়, বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গেও। সোমবার রাজ্যের সাত কেন্দ্রে লোকসভার ভোট। ওইদিন সকাল থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির কথা জানাল হাওয়া অফিস।
মাঝের কয়েকটা দিন ফের অস্বস্তি বাড়িয়েছিল বঙ্গে। ফের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কয়েক ডিগ্রি উপরে উঠেছিল। শনিবার বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায়। যার জেরে আপাতত স্বস্তি নেমেছে। আলিপুর জানিয়েছে, মঙ্গলবার থেকে রাজ্যের উপরে ঘণীভূত হবে নিম্নচাপ। তারফলে পরবর্তী দু থেকে তিন দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা থাকছে।
যদিও আজ, রবিবার কলকাতায় গরম অনুভূত হবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে যথাক্রমে ৩৮ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রির ঘরে।