চৈত্র সকালে কালো মেঘে ঢাকল কলকাতা। হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। পূর্বাভাসে দাবি করা হল, আজ, সোমবার বিকেলে দাপট দেখাতে পারে কালবৈশাখি। জেলায় হতে পারে প্রবল শিলাবৃষ্টি। সকাল থেকেই মুখ ভার ছিল আকাশের। বেলা বাড়তে শহরের বেশ কিছু জায়গা থেকে বৃষ্টির খবর পাওয়া গিয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, সাগর থেকে প্রবল জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে এসেছে। যার জেরেই এদিন থেকেই বিভিন্ন জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, সোমবারের পর মঙ্গলবারও কালবৈশাখির পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।
এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩২ ও ২৪ ডিগ্রির ঘরে। আগামী ২৪ ঘণ্টাতেও ঝড়-জলের পূর্বাভাসের কথা জানাল হাওয়া অফিস।