সংক্রান্তিতে বৃষ্টি ফিরতে পারে দক্ষিণবঙ্গে। এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আজ, রবিবার সারাদিন গরম-ই থাকবে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই বছর দক্ষিণবঙ্গে বৃষ্টি ঘাটতি প্রায় ২৫ শতাংশ। এই ঘাটতি আর মিটবে না বলেই মত আবহাওয়াবিদদের।
যদিও, গত বছরের তুলনায় এই বছর অনেক বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। আবহাওয়াবিদদের মতে, গত কয়েক বছরের খতিয়ানে স্পষ্ট বৃষ্টির নিরিখে দক্ষিণকে টেক্কা দিয়েছে উত্তর। তার সবচেয়ে বড় কারণ, মৌসুমী অক্ষরেখার ভৌগলিক অবস্থান।
আরও পড়ুন : সোমবার কি ঘুড়ি উড়বে শহরের আকাশে, কী বলল হাওয়া অফিস ?
পূর্বাভাস যা তাতে খানিক মাটি হতে পারে বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি ওড়ানোর আনন্দ। কারণ, সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টি ফিরতে পারে দক্ষিণবঙ্গে। প্রতিটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু রবিবার প্রায় গোটা দিনই গরম থাকবে।