আরও বাড়বে হিমেল হাওয়া, বাড়বে হিমের পরিমাণও। ফলে বঙ্গে আরও বেশি করে শীত অনুভূত হবে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এছাড়া দক্ষিণবঙ্গে আগামী এক সপ্তাহ শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস আলিপুরের। তবে বৃষ্টি হতে পারে কালিম্পং-কার্শিয়াং-দার্জিলিংয়ে।
হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবার এই তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে কলকাতার পাশাপাশি রাজ্যের উত্তর-পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা আরও কমবে বলেই মত আবহবিদদের।
আলিপুরের অধিকর্তা সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, আপাতত রাজ্যে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের আশঙ্কা নেই। ফলে আগামী ৭ দিন পশ্চিমবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। তবে ১৮ নভেম্বর থেকে আকাশে মেঘ জমার পূর্বাভাস আলিপুরের।