শনিবাসরীয় বারবেলার পর থেকে বাড়তে চলেছে ভোটের উত্তাপ। তবে হাওয়া অফিসের দাবি, এই উত্তাপের আঁচ আগামী কয়েকদিন বঙ্গের আবহাওয়ার পড়ছে না। কারণ, আজ শনিবার থেকে আগামী বুধবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আজ, সারাদিন কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারেন যথাক্রমে ৩৩ ও ২৪ ডিগ্রিতে। শুক্রবারের হঠাৎ বৃষ্টি খানিকটা স্বস্তি দিয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি হলেও বাড়বে দিনের তাপমাত্রা। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে দুই থেকে চার ডিগ্রি। এমনকী, রাতের তাপমাত্রাও একই থাকবে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে প্রায় চার ডিগ্রি বেশি।