কাউন্টডাউন শুরু হয়ে গেল। কিন্তু কীসের ? ইউরো, কোপা নাকি অন্য কিছুর ? এসব কিছুর না। তাহলে...? এই কাউন্টডাউন দক্ষিণবঙ্গের বর্ষার। আলিপুর দাবি করেছে, ২০ জুন দক্ষিণবঙ্গে বর্ষা আসবে। তার আগে থেকে বিক্ষিপ্ত ভাবে শুরু হবে প্রাক-বর্ষার বৃষ্টি। কিন্তু শনিবারও রৌদ্রের যা মেজাজ, তাতে তেতে পুড়ে যাওয়া ছাড়া আর কিছুই হচ্ছে না। যদিও আলিপুরের দাবি, দুপুর অথবা বিকেলে হালকা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা।
যদিও উত্তরবঙ্গে বৃষ্টির দাপট ক্রমশ বাড়ছে। আগামী ২৪ ঘণ্টায় ওই এলাকার তিন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই তিন জেলা হল দার্জিলিঙ, কালিম্পঙ এবং জলপাইগুড়ি। সিকিমে নাগাড়ে বৃষ্টির জেরে জল বাড়ছে তিস্তার।
ঠিক উল্টো ছবি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার তাপমুক্তির ইঙ্গিত দেওয়া হয়েছিল। শনিবার সকালে ফের চার জেলায় তাপের সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এবং পশ্চিম বর্ধমানের মতো জেলায় তাপপ্রবাহ জারি থাকবে বলেই জানিয়েছেন হাওয়া অফিস।