হেমন্তের হালকা হিমেল হাওয়াতেই শুরু বাঙালির দেবীপক্ষ। আলিপুর আগেই জানিয়ে দিয়েছে, পুজো এবার বৃষ্টিহীন। মহালয়ার সকালে সেই ইঙ্গিত স্পষ্ট হয়ে গেল। বেলা বাড়ার সঙ্গেই বাড়ছে রোদের তেজ। আলিপুরের পূর্বাভাস, সকালে রোদ বাড়লেও, বিকেলের পর থেকে হালকা ঠান্ডা অনুভব করবে বঙ্গবাসী।
রাজ্য থেকে আনুষ্ঠানিক ভাবে বর্ষার বিদায় নিয়েছে। গত বছরের মতো এবারও রাজ্যে ঘাটতি রেখে গিয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গে। যাওয়ার আগে এবার তেড়ে ফুঁড়ে উঠেছিল, কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। আবহাওয়াবিদদের মতে, দক্ষিণবঙ্গে বৃষ্টি ঘাটতির জের, ঠান্ডা আসতেও সামান্য দেরি হতে পারে।
আরও পড়ুন : নবমী-দশমীতে সাত জেলায় বৃষ্টির পূর্বাভাস! কেমন থাকবে পুজোর আবহাওয়া?
তবে, পুজোকে উপভোগ করতে পারবেন বঙ্গবাসী। বিকেলের সাজে খুব একটা অসুবিধা হবে না। কারণ, বিকেলের পর থেকে কলকাতা ও পাশ্বর্বতী জেলায় সন্ধ্যা থেকে হালকা শিশির উপভোগ করা যাবে। আজ, শনিবারও কলকাতার তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৪ ও ২৭ ডিগ্রি।