আষাঢ় মাস প্রায় শেষ হতে চলল। তারপরেও বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে। কেন ? তাতে আলিপুর যা জানাল, তাহল, ঠিক যে জায়গায় এই সময়ে মৌসুমী অক্ষরেখা অবস্থান করে, যার প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি পূর্বাভাস থাকে, সেই পরিস্থিতি এখনও আসেনি। ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসই বহাল থাকবে। তবে, সব জেলার জন্য নয়। কিছু কিছু অংশে অল্প ভারী বৃষ্টি হলেও হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস।
ধীরে ধীরে বৃষ্টি কমার ইঙ্গিত দেওয়া হয়েছে উত্তরবঙ্গে। মূলত, অন্ধ্রের উপর তৈরি হওয়া ঘূর্ণাবতের জেরেই এবার বৃষ্টির প্রভাব কমবে উত্তরবঙ্গে। তবে এখনই থেমে যাচ্ছে না। তাই, গত কয়েকদিনের মতো আগামী কয়েকদিনও উত্তরবঙ্গের জেলাগুলিতে বহাল থাকছে হলুদ সতর্কতা। যার জেরে, কিছু কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে আজ, রবিবার বেশ কিছু অঞ্চলে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে এই সম্ভাবনা থাকছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্র ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করবে। থাকবে আর্দ্রতা জনিত গরমও।