বাঙালির প্রেমের দিন কি বৃষ্টিতে ধুয়ে যাবে ? তেমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তর এবং দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত, এই বৃষ্টিই বাংলায় বসন্তকে স্বাগত জানাবে বলে দাবি হাওয়া অফিসের।
মাঝে হঠাৎ করে ফিরে এসেছিল শীত। কিন্তু তাতে তেমন কোনও জোর ছিল না। বিক্ষিপ্তভাবে কয়েকদিন থাকার পর এবার পাকাপাকি ভাবে তার বিদায় হয়ে গেল। হাওয়া অফিসের খবর, এদিন উত্তরের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
গরম বাড়ছে কলকাতায়। সঙ্গে বইছে দক্ষিণা হাওয়া। আজ শহরের শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২৮ এবং ১৮ ডিগ্রির ঘরে।