চতুর্থ দফা নির্বাচনে বঙ্গে চড়ছে ভোটের পারদ । রাজনৈতিক আবহাওয়া উত্তপ্ত হলেও, বঙ্গের আবহাওয়ায় কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিনও দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে । জানা গিয়েছে, এদিন, বাংলার যে আট কেন্দ্রে ভোট চলছে, সেই কেন্দ্রগুলিতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সেক্ষেত্রে, ভোট দিতে যাওয়ার সময় অবশ্যই সঙ্গে রাখতে হবে ছাতা । এদিন, উত্তরবঙ্গেও একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
সোমবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই । সেইসঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণের জেলাগুলিতে । তবে, বৃহস্পতিবারের পর থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আর নেই ।
উত্তরবঙ্গেও আগামী পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস । বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে । মালদহ ও দুই দিনাজপুরেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
সোমবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে । এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রির আশেপাশে । ঝড়-বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে শহরে ।