ফের বাংলায় ধাক্কা খেল শীত(Winter Update in West Bengal)। ডিসেম্বর মাসের মাঝামাঝিতেও শীতের দেখা নেই বঙ্গে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত তাপমাত্রা নামলেও বেলা বাড়লেই সূর্যদেবের দাপটে ত্রাহি ত্রাহি রব উঠছে কলকাতা থেকে শহরতলি সর্বত্র। আলিপুর(Alipore Weather Office) সূত্রে খবর, ঘূর্ণিঝড় মান্দাসের প্রভাবে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে। যার কারণে জাঁকিয়ে শীতের(West Bengal Weather Update) পথে বাধা তৈরি হচ্ছে। এর মধ্যেই ফের বঙ্গোপসাগরে নয়া ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আবহবিদদের মতে, সপ্তাহের শুরুতেও কলকাতার(Kolkata Weather Update) আকাশে মেঘের আনাগোনা থাকবে। যার জেরে বেলা বাড়লেই বাড়বে তাপমাত্রা। এদিন, শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শনিবার থেকেই বাড়তে শুরু করেছিল তাপমাত্রা। আলিপুর সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের কারণে বঙ্গোপসাগর(Bay of Bengal) থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের কারণেই রাজ্যজুড়ে আবহাওয়ার(West Bengal Weather Update) এই খামখেয়ালিপনা চলছে।
আরও পড়ুন- Bardhaman gold recovered : সোনা পাচারের ছক, বর্ধমানে ট্রেন থেকে উদ্ধার ১ কোটি ৭০ লাখ টাকার সোনার বাট
উল্লেখ্য, শুক্রবার গভীর রাতে স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মান্দাস(Mandous Cyclone)। রবিবার থেকেই তা গভীর নিম্নচাপের রূপ ধরতে শুরু করেছে। মান্দাসের প্রভাবে ইতিমধ্যেই চেন্নাই, তামিলনাড়ুতে প্রবল বৃষ্টি হচ্ছে ।