দক্ষিণবঙ্গ থেকে কি বৃষ্টি ফের হারিয়ে গেল ? বৃহস্পতিবারও আলিপুরের কাছে এই প্রশ্ন রাজ্যবাসীর। তাতে হাওয়া অফিসের উত্তর, খুব ভারী বৃষ্টি না হলেও, আগামী ২৪ ঘণ্টায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। একই ছবি হতে পারে কলকাতার ক্ষেত্রেও। তবে, বৃষ্টির হাত থেকে আপাতত নিস্তার পাচ্ছে না উত্তরবঙ্গ।
যা পূর্বাভাস তাতে, বৃহস্পতিবার থেকে আগামী ৪৮ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। এরমধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলা মিলিয়ে বৃষ্টি হয়েছে ২০০ মিলিমিটারের বেশি। আজ, বৃহস্পতিবার এবং শুক্রবারও একই পরিস্থিতি থাকবে বলে দাবি করা হচ্ছে।
ইতিমধ্যেই বৃষ্টি ঘাটতি দেখা দিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। পরিসংখ্যানে দাবি, বন্যা পরিস্থিতি তৈরি হওয়া উত্তরবঙ্গে গত কয়েকদিন মিলিয়ে বৃষ্টি হয়েছে ৭১ শতাংশ। সেখানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ মাত্র ৪৯ শতাংশ। এদিন কলকাতা-সহ জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৫ ডিগ্রির মধ্যে।