গরমেই মকর স্লান। এতদিন তা নিয়ে জল্পনা চলছিল। এবার এই খবরে কার্যত সিলমোহর বসিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার গঙ্গাসাগরে হতে চলেছে এই বছরের মকর স্নান। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ওই দিন সর্বোচ্চ তাপমাত্র বেশ উপরের দিকেই থাকতে পারে। পারদ ঘুরতে পারে ২৬ থেকে ২৯ ডিগ্রির মধ্যে। গত কয়েকদিনের মত বুধবার কলকাতায় ফিরে এসেছে গরম। বেলা বাড়তেই পারদ চড়েছে। তবে সন্ধ্যার পর থেকে তাপমাত্রা অনেকটাই কমবে বলে দিল্লির মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে।
বুধবার রাজ্যে সবচেয়ে বেশি শীত অনুভূত হয়েছে দার্জিলিঙে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি। কালিম্পঙে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি। কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ ডিগ্রি। পশ্চিমের জেলাগুলিতেও বুধবার সকালে জাঁকিয়ে শীত ছিল। ঠান্ডায় কালিম্পংকে টক্কর দিচ্ছে বীরভূমের শ্রীনিকেতন। বুধবার শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস।
শীতের মরসুমে কলকাতা থেকে চটজলদি ঘুরে আসতে পর্যটকেরা ভিড় জমাচ্ছেন ডায়মন্ড হারবারেও। বুধবার এখানকার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। দিঘার মতোই ডায়মন্ড হারবারের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।