বঙ্গের পারদ আজ সকাল থেকেই উষ্ণ। একদিকে ব্রিগেডের মাঠে বাংলার শাসক দলের সভা। অন্যদিকে বিকেল হলেই উত্তাপ ছড়াবে ফুটবল মাঠে। সল্টলেকে হবে ইন্ডিয়ান সুপার লিগের ফিরতি ডার্বি। এই পরিস্থিতিতে হাওয়া অফিস জানাল, রবিবার সারাদিন আকাশ হাসবে। কলকাতার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩১ ডিগ্রির ঘরে। তবে এদিনও ২০ ডিগ্রির উপরে উঠবে না শহরের সর্বনিম্ন তাপমাত্রা।
কী কারণে, এই বসন্তে ফারাক থেকে যাচ্ছে। আবহাওয়াবিদদের মতে, যেতে যেতেও খানিকটা থমকে রয়েছে শীত। যার রেশ চলেছে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহতেও। তবে, দোলের আগেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে।
যার প্রভাব পড়বে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। দোলের আগেই ওই জেলাগুলিতে গরম বাড়বে। আর আগামী সপ্তাহে লোকসভা ভোট ঘোষণা হয়ে গেলে, পারদ আরওই চড়বে। এই পরিস্থিতি আপাতত বৃষ্টি নেই বঙ্গে।