আগামী ৭২ ঘণ্টার মধ্যে বর্ষা ঢুকছে উত্তরবঙ্গে। যার জেরে আজ, শনিবার থেকে উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গের জন্য আপাতত কয়েকটা দিন অপেক্ষা করতেই বলা হয়েছে। শুক্রবার বৃষ্টি হলেও, শনিবার তাপপ্রবাহ যেমন ছিল, ঠিক তেমনটাই থাকছে পশ্চিমাঞ্চলের জেলায়। তবে শনিবার বিকেলের দিকে বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূলে। এদিনও কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রির আশেপাশেই থাকবে।
বর্ষা কবে ? গত কয়েকদিন ধরেই নানা মহল থেকে এই প্রশ্ন উঠছিল। কারণ, মৌসম ভবনের দাবি ছিল এবারও একটু দেরিতেই বর্ষা প্রবেশ করবে। যা উদ্বেগ বাড়িয়েছিল বিভিন্ন মহলে। যদিও আলিপুরের আশ্বাস, উত্তরবঙ্গ থেকেই বর্ষা প্রবেশ করছে রাজ্যে। তাই, দক্ষিণবঙ্গের জেলাগুলি এখনই না ভিজলেও আগামী মঙ্গলবারের মধ্যে উত্তরবঙ্গে সব জেলাতেই বৃষ্টির দাপট বাড়ছে।
পাশাপাশি রবিবার কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। চলবে সোমবার বিকেল পর্যন্ত। কিন্তু আপাতত তাপের থেকে রেহাই মিলছে না পশ্চিমাঞ্চলের।