ফেব্রুয়ারির মাঝামাঝিতেও শীত আর তেমন নেই। তবে প্রবলভাবে আছে কুয়াশা(Kolkata Weather Update)। ভোরের দিকে কুয়াশা দাপট দেখাচ্ছে কলকাতা থেকে জেলা সর্বত্রই। কিন্তু শীত কার্যত নেই৷ বাতাসে শিরশিরানি ভাবও প্রায় অমিল।
শুক্রবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা(West Bengal Weather Update) থাকতে পারে ২৯ ডিগ্রির আশেপাশে। তবে রাজ্যে শীতের প্রত্যাবর্তনের সম্ভাবনা যে আর নেই, তা এদিন নিশ্চিত করেছে হাওয়া অফিস। বরং আগামী ১৫ তারিখের পর থেকে অনেক বেশি গরম অনুভূত হবে বলেই খবর।
আরও পড়ুন- Train Cancelled: শনি-রবিবার শিয়ালদহ মেন লাইনে বাতিল বহু লোকাল, ভোগান্তির আশঙ্কা
তবে এর মধ্যেই দেখা দিয়েছে নয়া অসুখ। ইতিমধ্যেই কলকাতা ও আশেপাশের অঞ্চলে জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছে। এতে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে বলেই খবর৷ তবে জ্বর-কাশি থেকে রেহাই পাচ্ছেন না বয়স্করাও। চিকিৎসকরা সতর্ক থাকতে বলেছেন প্রত্যেককে।