ঘূর্ণিঝড়ের আশঙ্কাবাণী আগেই শুনিয়েছে হাওয়া অফিস । এবার আবহাওয়া দফতর জানাল, বর্তমানে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে । এমনিতেই ঘূর্ণাবর্তের প্রভাবে সোমবার থেকে আকাশ কালো করে বৃষ্টি নেমেছে । ভিজেছে দক্ষিণের বেশ কয়েকটি জেলা । হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে । চার জেলায় ভারী বৃষ্টি, সেইসঙ্গে ঝোড়া হাওয়া বইবে । মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠে যা তাপমাত্রা,তা ঘূর্ণিঝড় তৈরির অনুকূলে রয়েছে । তবে মৌসুমি বায়ু ঘূর্ণিঝড় তৈরির পথে বাধা সৃষ্টি করতে পারে বলেও পূর্বাভাস আবহাওয়া দফতরের ।
হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে টানা বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কমলেও, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে শুক্রবার । ওইদিন, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি শুরু হতে পারে। মাঝারি বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিও । ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণের জেলাগুলিতে । উত্তরবঙ্গেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে । ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ।
২২ মে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ বলয় তৈরি হতে পারে । তা উত্তর-পূর্ব দিকে এগিয়ে নিম্নচাপে পরিণত হওয়ার পূর্বাভাস রয়েছে। পরে সেই নিম্নচাপ আরও শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, যা অনুকূল পরিস্থিতিও সাগরে তৈরি হচ্ছে ।