অষ্টমীতেও বৃষ্টির 'দাদাগিরি' অব্যাহত। উত্তরের ৮ এবং দক্ষিণের ৪ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হাওয়া অফিসের। গত দু'দিন উত্তর এবং দক্ষিণ কলকাতায় ঠাকুর দেখায় বাধ সেধেছিল বৃষ্টি। প্রবল বৃষ্টিতে জল দাঁড়িয়ে অবস্থা আরও সঙ্গীন হয়ে ওঠে। অষ্টমীতে কয়েক পশলা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে বলেই পূর্বাভাস আলিপুরের। নবমীতেও একই অবস্থা থাকবে তিলোত্তমায়।
জানা গিয়েছে, অষ্টমীতে মূলত উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের পাশাপাশি বৃষ্টি হবে বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়াতেও। তবে দক্ষিণের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে সাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। ফলে সোমবার থেকেই মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তবে অষ্টমীর বিকেল থেকে নবমী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও দশমী থেকে রাজ্যে বৃষ্টি কমার ইঙ্গিত মিলেছে। উত্তরবঙ্গের কালিম্পং-কার্শিয়াং সহ বেশকিছু জায়গায় ভারী বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।