এই যা ঠান্ডা চলে গেল।
সপ্তাহ শেষে ঘুম থেকে উঠে এটাই বাঙালির অনুভূতি। কারণ, আজ শুক্রবার কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। ভাবা যায় ! কথা বলে মাঘের শীত নাকি বাঘের গায়ে। এবার বাংলায় বাঘ আছে, কিন্তু শীত কোথায় ?
সেই নভেম্বর মাস থেকে হা-পিত্যেস করে সবাই বসেছিল, এই শীত আসে আসে। কখনও এসেছে, আবার চলে গিয়েছে। বৃষ্টি কাঁটায় বারবার ধাক্কা খেয়েছে। আর এই আর এক ঝঞ্ঝা হয়েছে, সবসময় শীতের পিছু পিছু লেগে রয়েছে। এবারও তাপমাত্রা ৬ ডিগ্রি হঠাৎ করে বেড়ে যাওয়ার পিছনেও নাকি রয়েছে ঝঞ্ঝা।
ঘন কুয়াশা নিয়ে এদিন ভোর হয়েছে বাংলার। মাঝ রাত থেকে গায়ে আর গরম কম্বল রাখা যায়নি। বেলা বাড়ার সঙ্গে গরম বেড়েছে। হাওয়া অফিস জানিয়েছে, এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি। সর্বনিম্ন ২১ ডিগ্রি। শুধু শহর কলকাতা নয়, উষ্ণতা বেড়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
তুলনায় খানিকটা ঠান্ডা উত্তরবঙ্গ। শীত ঝুলে রয়েছে একমাত্র পাহাড়ে। সেখানেও কুয়াশার দাপট রয়েছে, তবুও দক্ষিণবঙ্গের তুলনায় বেলা বাড়লেও খানিকটা মনোরম থাকছে আবহাওয়া। তবে, যা ইঙ্গিত তাতে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে চালিয়ে খেলতে শুরু করবে গরম। স্ট্রাইক রেট কোথায় নিয়ে যাবে, সেটাই এখনও দেখতে চায় বঙ্গবাসী।