মাঘের শেষেও শীতের(Winter) ঝোড়ো ব্যাটিং অব্যাহত রাজ্যে। সপ্তাহের শুরুতেই কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতর(Alipur Weather Department) জানিয়েছে, আগামীকাল থেকেই ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা। রবিবার থেকেই তাপমাত্রা নামতে শুরু করে রাজ্যে। পাহাড়ে শুরু হয় ব্যাপক তুষারপাত। কলকাতায়(Kolkata) কাঁপুনি ধরিয়ে সরস্বতী পুজোর আগেই প্রত্যাবর্তন ঘটে শীতের(Winter)। একধাক্কায় অনেকটাই নামে পারদ।
আরও পড়ুন- Sputnik Light: ভারতে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ছাড়পত্র পেল স্পুটনিক লাইট ভ্যাকসিন
তবে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হয়। বাড়তে শুরু করে তপমাত্রা(Temperature)। হালকা ঠান্ডার আমেজ থাকলেও ধীরে ধীরে কমতে থাকে শীত। এখনও রাজ্যে সেই ধারাই বজায় রয়েছে।