অবশেষে আশার কথা শোনালো আলিপুর হাওয়া অফিস। কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলির মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতার কথা জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গে প্রথম ২৪ ঘণ্টা আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে একটু বেশি বৃষ্টি হবে। বাকি জেলা গুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আলিপুর সূত্রে খবর, রবিবার ৭ অগস্ট থেকে বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে ৷ সমুদ্রের উপরে হাওয়ার গতিবেগ বেশি থাকবে। তাই মৎস্যজীবীদের ৮ থেকে ১১ অগস্ট পর্যন্ত মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। যেসব মৎস্যজীবীরা ইতিমধ্যে মাছ ধরতে সমুদ্রে গিয়েছেন, তাঁরা যেন ৭ অগস্টের মধ্যে ফিরে আসেন, সতর্ক করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে।
আরও পড়ুন- West Bengal Panchayet Election: আগামী বছর পঞ্চায়েত ভোট, জেলায় জেলায় প্রস্তুতি শুরুর নির্দেশ কমিশনের
শুক্রবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি বেশি, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ ৷ ফলে আর্দ্রতাজনিত গরমে জেরবার হতে হয়েছে মানুষকে। শনিবার সারাদিন আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ৷