গত ২৮ মে মেয়াদ শেষ হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন সৌরভ দাসের। তারপরে এই পদে কে বসবেন, তা নিয়ে চলছিল টালবাহানা। অবশেষে সেই প্রতীক্ষা শেষ হল। পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনার হলেন রাজীব সিনহা। তাঁর নামেই অনুমোদন দিলেন রাজ্যপাল সিভি আনন্দবোস। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিবের নাম প্রস্তাব করেই রাজভবনে সুপারিশ পাঠিয়েছিল নবান্ন। অবশেষে রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে রাজীবের নামেই অনুমোদন দেওয়া হয়েছে বলে রাজভবন সূত্রে খবর।
সম্প্রতি নবান্নে রাজ্যের পঞ্চায়েত ভোট দ্রুত করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, এই ব্যাপারে রাজভবনের দিকেই তাকিয়ে তিনি। কারণ, পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে বেশ কয়েকটি নাম নবান্ন সুপারিশ করে রাজভবনের কাছে পাঠিয়েছিল। কিন্তু এই ব্যাপারে রাজভবন থেকে কোনও উত্তর পাওয়া যায়নি বলেই দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী।
রাজনৈতিক মহলের দাবি, অগাস্টের প্রথম সপ্তাহেই পঞ্চায়েত ভোট করাতে চায় রাজ্য। তিন দফায় হতে পারে রাজ্যে পঞ্চায়েত ভোট। রাজভবনের এই সিদ্ধান্তের ফলে রাজ্যে পঞ্চায়েত ভোট হতে চলেছে রাজীব সিনহার নেতৃত্বেই।