সোমবার সন্ধেয় হালকা-মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে বিভিন্ন জেলা। এর পাশাপাশি দক্ষিণের তিন জেলায় শিলাবৃষ্টির আভাস দিয়েছে হাওয়া অফিস। শহর কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামী বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আলিপুর সূত্রে খবর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বিকেলে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। এই তিন জেলায় ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি আলিপুরের। এছাড়া বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ১৫টি জেলাতেই ভারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- ISF Leader arrested: গৃহবধূকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ভাঙড়ের আইএসএফ বুথ সভাপতি