কোভিড আবহে চার পুরনিগমের ভোট (Four Municipal Election) পিছিয়ে দেওয়া নিয়ে আপত্তি নেই রাজ্যের। নির্বাচন কমিশনকে (State Election Commission) চিঠি দিয়ে এমনটাই জানাল নবান্ন। ২২ জানুয়ারি, শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর ও বিধাননগর পুরসভার ভোট হওয়ার কথা ছিল। শুক্রবার হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ এই নিয়ে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয়। নবান্নের চিঠি পাওয়ার পর শনিবার নির্বাচনের নতুন দিন ঘোষণা করতে পারে কমিশন।
কোভিড পরিস্থিতিতে (Covid 19) চার পুরভোট নিয়ে হাইকোর্টে একটি মামলার শুনানি ছিল। হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ শুক্রবার জানায়, ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন কমিশনকে। চার থেকে ছয় সপ্তাহ ভোট পিছোনো যায় কিনা, তা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিক। শুক্রবারই নবান্নকে চিঠি লিখে হাইকোর্টের নির্দেশ জানায় নির্বাচন কমিশন। শনিবার তারই উত্তর দেয় নবান্ন। জানানো হয়, জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে ভোট পিছোনো হলে রাজ্যের কোনও আপত্তি নেই।
শনিবার নবান্নের চিঠি পাওয়ার পর নির্বাচনের পরবর্তী দিন ঘোষণা করতে পারে রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পরবর্তী দিন ঘোষণা করা হতে পারে।
আরও পড়ুন: দু’সপ্তাহ পিছনো হোক পুরভোট, কমিশনের কাছে আর্জি রাজ্যের
সম্প্রতি তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের ভোট স্থগিত করা নিয়ে মন্তব্য করেন। তিনি জানান, আগামী ২ মাস সব কিছু স্থগিত করা উচিত। অভিষেকের মন্তব্যকে স্বাগত জানান রাজ্যের চিকিৎসকমহল।