রাজ্যের রাজস্ব বাড়াতে উদ্যোগী সরকার। ফলে দাম বাড়ছে মদের। সর্বাধিক দাম বাড়বে দেশি মদের। ১৫ সেপ্টেম্বর থেকেই রাজ্য সরকার মদের এই মূল্যবৃদ্ধি কার্যকর করতে চায়। আবগারি দফতর সূত্রে খবর, দেশি মদের ক্ষেত্রে ২০ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধি হবে। দেশে প্রস্তুত বিদেশি মদের দাম বাড়ছে ৭ থেকে ১০ শতাংশ।
পাশাপাশি, রাজ্য সরকার দেশি মদের বদলে এবার দেশে তৈরি বিদেশি মদ উৎপাদনকেই উৎসাহিত করতে চায়। এর জন্য আবগারি দফতর বিধি সংশোধন করেছে। ফলে ফরেন লিকার প্রস্তুতকারক সংস্থা তাদের লাইসেন্স বদল করতে পারবে। এর জন্য বিধিতে ‘কান্ট্রি স্পিরিট’-এর সংজ্ঞা বদল ‘ইন্ডিয়া মেড লিকার’ আখ্যা দেওয়া হয়েছে।
ইতিমধ্যে জেলাগুলিকে নির্দেশিকা পাঠানোর পাশাপাশি কত দাম বাড়তে পারে সেই সংক্রান্ত তালিকায় পাঠানো হয়েছে। দেশি মদের নয়া দাম ৬০০ mL-এর হতে চলেছে ১৫৫ টাকা, ৩৭৫mL- এর দাম হতে চলেছে ১০৫ টাকা, ৩০০mL এর দাম হবে ৮৫ টাকা ও ১৮০ ml-এর দাম হবে ৫০ টাকা। সর্বাধিক ২০ শতাংশ দাম বাড়তে চলেছে বলে জানা গেছে।