দীপাবলির ঠিক ১৫ দিন পর পালিত হয় দেব দীপাবলি। এই দিনকে দেবতারদের দীপাবলিও বলা হয়। কার্তিক মাসের অমাবস্যার পর পূর্ণিমা তিথিতে এই দেব দীপাবলি পালন করা হয়। মহাদেব ত্রিপুরাসুরকে বধ করেছিলেন এই সময়। সেই উপলক্ষেই পালন করা হয় এই পূণ্য তিথি।
IPL 2024 Gujarat Titans: জল্পনার অবসান, মুম্বইয়ে ফেরা হল না, গুজরাতেই হার্দিক পান্ডিয়া
বেনারসের ঘাটে রীতি মেনে পালিত হয় এই দেব দীপাবলি। কলকাতাতেও এদিন তারই ছোঁয়া। বাজা কদমতলা ঘাটে ১০ হাজার প্রদীপ ও আলোয় সাজিয়ে পালন করা হয়েছে দেব দীপাবলি। এই আরতি দেখতে এদিন গঙ্গা ঘটে ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ। আলোর মালায় সাজানো হয়েছিল চারিধার। আতসবাজি, আলো , প্রদীপে ঝলমল করে ওঠে চারিদিক।
এদিন গঙ্গার ঘাটে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে ছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়