কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের বঞ্চনার অভিযোগ খারিজ। কলকাতা এসে পাল্টা রাজ্যকেই বরাদ্দ টাকা খরচ না করার জন্য দুঁষলেন কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি। স্মৃতির এই অভিযোগের পাল্টা ফিরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসও। কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে স্মৃতির এই অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই পাল্টা দাবি করেছে বাংলার শাসক দল। শনিবার কলকাতায় স্মৃতির অভিযোগ, ২০১৭ থেকে তাঁর মন্ত্রকের বরাদ্দ ২৬ হাজার ৭৫১ লক্ষ টাকা খরচই করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এখানে থেমে না থেকে কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী আবাস যোজনা নিয়েও রাজ্যকে খোঁচা দিয়েছেন।
মূলত কেমন হল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কেন্দ্রীয় বাজেট তা বোঝাতেই শনিবার সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি। রাজনৈতিক মহলে মতে, সরকারি সাংবাদিক বৈঠক থেকে পঞ্চায়েত ভোটের আগে বাংলায় কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে অভিযোগ তুলে বঙ্গ রাজনীতিতে একটু উত্তাপ ছড়াতে চাইলেন স্মৃতি। সেকারণেই তাঁর অভিযোগ, আবাস যোজনায় বরাদ্দ ৬৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। রাজ্য সরকারের কাছে স্পষ্ট হওয়া প্রয়োজন সাধারণ মানুষের সুবিধায় বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। তাদের নিজেদের দলের স্বার্থে নয়।
যদিও স্মৃতির এই অভিযোগকে আমল দিতে নারাজ রাজ্যের শাসক দল। কুণাল ঘোষ থেকে সাংসদ সৌগত রায়, পাল্টা দাবি করে জানিয়েছেন, কেন্দ্রীয় বরাদ্দের হিসাব নিয়ে বাংলার মানুষের সামনে স্মৃতি যা বলছেন, সবটাই ভুল। তাদের প্রশ্ন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের বরাদ্দ নিয়ে তাহলে কেন এতদিন চুপ করে থাকলেন কেন্দ্রীয়মন্ত্রী ? সবটাই ভোটের আগে রাজনীতি বলে পাল্টা অভিযোগ তৃণমূলের।