মঙ্গলবার বিকেল থেকে সেভাবে বৃষ্টি না হলেও এখনও কাটেনি নিম্নচাপ। এমনটাই জানাল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবারও বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। এমনকি বজ্র বিদ্যুৎ-সহ দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শুধু কলকাতায় নয়। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আরও চার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাসে।
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। যে নিম্নচাপের জেরে শহর কলকাতা (Kolkata)সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে শনিবার থেকে। মঙ্গলবার আবহাওয়া দফতর জানিয়েছিল, ধীরে ধীরে কাটতে শুরু করেছে নিম্নচাপ। যার জেরে বৃহস্পতিবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। তবে, নিম্নচাপ কাটলেও ছত্তীসগঢ় থেকে বাংলাদেশ পর্যন্ত এখনও নিম্নচাপের অক্ষরেখা রয়েছে।
বুধবারের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার মধ্যে সবথেকে বেশি পরিমান বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪পরগনা, দক্ষিণ ২৪পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। উপকূলের জেলাগুলিতে একই রকম থাকবে আবহাওয়া।