মার্চ পড়তে না পড়তেই গরমে কার্যত নাজেহাল বঙ্গবাসী। এরমধ্যেই কালবৈশাখীর আশঙ্কায় কমলা সতর্কতা জারি করল হওয়া অফিস। আগামী ২০ মার্চ পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস জানাচ্ছে, শনি এবং রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা বাতাস বইতে পারে বলেও খবর।
আরও পড়ুন - ২০২১-এ বিধানসভা জয়ের পর তৃণমূলের নির্বাচনী বন্ডের পরিমাণ বাড়ে প্রায় দ্বিগুণ !
উপকূলের পার্শ্ববর্তী জেলাগুলিতে বেশি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। এছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর - দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন আংশিক মেঘলা থাকবে আকাশ।