মহালয়ার দিন বৃষ্টি হতে পারে, আগেই এই পূর্বাভাস জানিয়েছিল হাওয়া অফিস। সেই পূর্বাভাস সত্যি করে এদিন সকাল থেকেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। খুব বেশিক্ষণ বৃষ্টি না হলেও কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে ভ্যাপসা গরম থেকে মুক্তি পাওয়া গিয়েছে। আর ভোর থেকে বৃষ্টি শুরু হওয়ার কারণে কাকভেজা বৃষ্টি মাথায় নিয়েই পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ সারেন বঙ্গবাসী।
মহালয়ার ভোর থেকে আকাশ রয়েছে মেঘলা। তবে সারাদিন ধরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। সারাদিনে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। তবে, কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে, বৃষ্টি হলেও, বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়তে থাকবে।
অন্যদিকে, হাওয়া অফিস মহালয়ার দিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করেছে। এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়াও মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়।