এসএসসি নিয়োগ দুর্নীতিতে উত্তাল রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার এর মধ্যেই কর্মশিক্ষা ও শারীরশিক্ষা পদে চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং শুরু। জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন।
মোট ১ হাজার ৬০০ জন চাকরিপ্রার্থীকে সুপারিশপত্র দেওয়ার কথা ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন। এর মধ্যে শারীরশিক্ষা পদে ৮৫০ জন। কর্মশিক্ষা পদে ৭৫০ জন। সল্টলেকে এসএসসির নতুন ভবনে এই কাউন্সিলিংয়ের আয়োজন করা হয়েছে। এই কাউন্সিলিংয়ে উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের সুপারিশপত্র দেওয়া হবে।
স্কুল সার্ভিস কমিশন সূত্রের খবর, বৃহস্পতিবার অর্থাৎ কাউন্সেলিংয়ের দিন যোগ্য চাকরি প্রার্থীদের সুপারিশপত্র দেওয়া ছাড়াও স্কুলও নির্বাচন করা হতে পারে। এই সকল চাকরিপ্রার্থীরা দার্জিলিং বাদে রাজ্যের সব জেলার সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে নিয়োগের সুপারিশপত্র পাবেন।