WBJEE Results 2022: জয়েন্টে প্রথম ও দ্বিতীয়, দুজনেই হিমাংশু শেখর, জেলার নিরিখে এগিয়ে উত্তর ২৪ পরগনা

Updated : Jun 24, 2022 15:33
|
Editorji News Desk

রাজ্যের জয়েন্ট এন্ট্রাসে এবছর CBSE বোর্ডের দাপট। প্রথম হয়েছেন ব্যারাকপুরের ছেলে হিমাংশু শেখর (Himangshu Sekhar)। দ্বিতীয় স্থানে আছেন শিলিগুড়ির ভানুনগরের ছাত্র হিমাংশু শেখর। এবার  প্রথম দ্বিতীয় স্থানে থাকা দুই পরীক্ষার্থীর নামই এক। তৃতীয় হয়েছেন ফিউচার ফাউন্ডেশন স্কুলের ছাত্র সপ্তর্ষি মুখোপাধ্যায় (Saptarshi Mukherjee)। এবার মোট পরীক্ষার্থী ছিলেন ৮১,৩৩৯ জন। পরীক্ষার ৪৮ দিনের মাথায় ফলঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEE)।

এবার ফলাফলে জেলার মধ্যে শীর্ষে আছে উত্তর ২৪ পরগনা। দ্বিতীয় স্থানে কলকাতা। তৃতীয় স্থানে আছে পূর্ব মেদিনীপুর। এবার প্রথম দশের মধ্যে ৬ জনই CBSE বোর্ডের পরীক্ষার্থী। এছাড়া প্রথম দশের মেধা তালিকায় রয়েছেন চতুর্থ জাহ্নবী শ,পঞ্চম কৌস্তভ চৌধুরী (কোচবিহার), ষষ্ঠ সৌম্যপ্রভ দে (কোলাঘাট), সপ্তম দেবরাজ কর্মকার (জামশেদপুর), অষ্টম অগ্নিত্র দে, নবম অয়ন অধিকারী, দশম শুভঙ্কর ব্যানার্জি। 

এবছর জয়েন্টে  পাসের হার ৯৮.৫ শতাংশ।  এবছর গতবারের তুলনায় পরীক্ষার্থীর ছিল ২০ শতাংশ বেশি। ১৫ অগাস্টের পর সিট ম্যাট্রিক্স মিলবে বলে জানিয়েছেন বোর্ডের সভাপতি মলয়েন্দু সাহা। অগাস্টের তৃতীয় সপ্তাহের শুরু হতে পারে কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন। সেপ্টেম্বরের শেষের দিকে কাউন্সেলিংয়ের তিনটি ধাপ শেষ হবে বলে জানালেন মলয়েন্দু সাহা।

আরও পড়ুন:  অগ্নিপথের আঁচ এবার বাংলাতেও, ঠাকুরনগরে রেল অবরোধ, চূড়ান্ত দুর্ভোগ

এবছর পরীক্ষার মাত্র ৪৮ দিনের মধ্যে প্রকাশিত হল ফলাফল। এবার পরীক্ষা নেওয়া হয়েছিল ৩০ এপ্রিল। পরীক্ষা হয়েছিল অফলাইনে। পরীক্ষা দেন লক্ষাধিক পরীক্ষার্থী। জয়েন্ট এন্ট্রান্সে মোট পরীক্ষার্থী ছিলেন ৮১,৩৯৩ জন, তাঁদের মধ্যে এই রাজ্যের পড়ুয়া ছিলেন ৬২, ৯২৭ জন। পরীক্ষায় সফল হয়েছেন ৮০,১৩২ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে উচ্চ মাধ্যমিক সংসদের অধীনে পড়াশোনা করেছেন এমন ৪১,৮৩৯ জন কৃতকার্য হয়েছেন। 

জয়েন্টে এবার জেলার ফলের নিরিখে সবচেয়ে ভাল ফল করেছে উত্তর ২৪ পরগনা। এরপর দ্বিতীয় স্থানে কলকাতা, তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর। চতুর্থ স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর, পঞ্চম স্থানে হুগলি। ইঞ্জিনিয়ারিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফার্মেসি এবং আর্কিটেকচার বিভাগে পরীক্ষা নেওয়া হয়েছিল। শুক্রবার বিকেল ৪টে থেকে বোর্ডের ওয়েবসাইট মারফত ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড। অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হবে কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন। wbjeeb.nic.in ওয়েবসাইটে গিয়ে দেখা যাবে পরীক্ষার ফলাফল ।

West BengalWBJEE 2022WBJEE

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট