শিক্ষা দফতরের সঙ্গে রাজ্যপালের (CV Ananda Bose) সংঘাতের আবহ চলছেই। এরই মধ্যে রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে গেলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Diwedi)।
শনিবার রাজ্য নয়া শিক্ষানীতি ঘোষণা করেছে। এরপরই সংঘাত যেন আরও চরমে উঠেছে। শুক্রবার ব্রাত্য বসু সরাসরি রাজ্যপালের বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ তোলেন। পাল্টা কটাক্ষ করেন রাজ্যপালও। এরপরই রাজ্যপালকে 'ভ্যাম্পায়ার' বলে আক্রমণ করেন ব্রাত্য। রাজ্যপাল পাল্টা জানান, তিনি মধ্যরাতের মধ্যে কোনও সিদ্ধান্ত নেবেন। এরপরই সন্ধ্যায় রাজভবনে দেখা যায় মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে। যা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
আরও পড়ুন: 'নিয়োগ নিয়ে চিন্তিত, কারও হতাশা নিয়ে নয়', ব্রাত্যকে পাল্টা তোপ রাজ্যপালের