আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Alia University) পর যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। ফের ভাইরাল তৃণমূল ছাত্রনেতার অডিয়ো ক্লিপ (Audio Clip)। ঘটনায় অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের নেতা সঞ্জীব প্রামাণিক। ওই অডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, "কোন টিচারের কলার ধরতে হবে, আমাকে বলুন।" ঘটনার কড়া নিন্দা করেছেন বাম ছাত্রনেতা সৃজন ভট্টাচার্য।
ওই ভাইরাল অডিয়োতে সঞ্জীবকে বলতে শোনা যায়, "আমরা ছাগলের তৃতীয় সন্তান হয়ে রয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। কেন, কেন! আমি আজকে দাঁড়িয়ে বলছি, কোন টিচারের কলার ধরতে হবে সঞ্জীব প্রামাণিককে বলো। এত বড় ক্ষমতা রাখে সঞ্জীব প্রামাণিক। আমার হিস্ট্রি, অ্যাকটিভিটি অনেকে জানো না।" তাঁকে আরও বলতে শোনা যায়, "আমি কাউকে নিজের ফুটেজ বা আমার বিষয়ে কিছু বলি না। যারা এই মিটিংয়ে আছো, তার কমই জানো আমার অওকাত সম্পর্কে। আজকে দাঁড়িয়ে জুটার কোন লোকের কলার ধরতে হবে, সঞ্জীব প্রামাণিক ধরে দেবে। কিন্তু বাকি কেউ পারবে না।
আরও পড়ুন: শোভাবাজার স্টেশন ছাড়তেই ব্রেক কষল মেট্রো, সপ্তাহের প্রথম দিনই ব্যাহত পরিষেবা
এই অডিয়ো প্রকাশ্যে আসার পর কড়া নিন্দা করেছেন বাম ছাত্রনেতা সৃজন ভট্টাচার্য। তিনি বলেন, "একথা পরিষ্কার, আলিয়া বিশ্ববিদ্যালয়ে যেভাবে উপাচার্যকে হুমকি দিয়েছে, রায়গঞ্জ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যে ধারাবাহিকতা তৃণমূল দেখিয়েছে, তার কন্টিনিউটিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কলার ধরার কথা বলতে পারছে তৃণমূল। এঘটনা নক্কারজনক। এরা ছাত্র রাজনীতির সম্পদ হলে, ছাত্র রাজনীতির চেহারা কোথায় গিয়ে দাঁড়ায়, সেটা সবাই বুঝতে পারছে।"