যাদবপুর কাণ্ডের তদন্তে এবার আসরে নামলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। শনিবার বিকালে ধৃত সৌরভ চৌধুরী সহ কয়েকজনকে জেরা করেছেন বলে খবর। ঘটনার দিনের একাধিক বিষয় সম্পর্কে তিনি জানতে চেয়েছেন।
যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্য়ে কয়েকজন প্রাক্তন পড়ুয়াও রয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রথম গ্রেফতার করা হয় সৌরভকে। তাঁকে জেরা করে একাধিক অভিযুক্তের বিষয়ে জানতে পেরেছে পুলিশ।
এদিকে শনিবারই রেজিস্ট্রারের ঘরে গিয়ে CCTV লাগানোর দাবি জানিয়ে এসেছিলেন রাজন্যা হালদার। দায়িত্ব পেয়েই বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়ার বিষয়ে জানিয়েছেন রাজন্য। তিনি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে কোনও স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন নেই। সেই মেশিন লাগানোর ব্যবস্থা করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শৌচালয়গুলিও পরিষ্কারের উদ্যোগ নেবেন তিনি।