বড় রাস্তায় পুলিশ থাকে, ফলে সেখানে অপরাধ সংঘটিত করতে বেগ পেতে হয় অপরাধীদের। কিন্তু অলিগলিতে পুলিশি নজর এড়িয়ে দিব্যি দুষ্কর্ম চলে। ফলে এবার সেই অপরাধ দমনেও কড়া হল কলকাতা পুলিশ। এখন থেকে কলকাতার অলিগলিতেও নজরদারি বাড়ানোর জন্য প্রত্যেকটি থানাকে নির্দেশ দিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Vineet Goyal)।
শনিবার কলকাতা পুলিশের (Kolkata Police) কর্তা, প্রত্যেকটি থানা ও ট্রাফিক গার্ডের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন পুলিশ কমিশনার। তাঁর নির্দেশ, অপরিসর রাস্তাগুলিতে পায়ে হেঁটে ও বাইকে টহলদারি বাড়াতে হবে। ইতিমধ্যেই শহরের একাধিক থানায় ব্যাটারি চালিত সাইকেল শুরু করেছে টহলদারি। শহরের প্রত্যেকটি থানায় পরিবেশবান্ধব ব্যাটারি চালিত সাইকেল নিয়ে আসার চেষ্টা হচ্ছে।
কলকাতাবাসীদের সুবিধার জন্য থানাগুলিতে মামলা যাতে তাড়াতাড়ি নিষ্পত্তি হয়, সেই ব্যাপারে বিশেষ নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। কারণ, এক মামলার তদন্তকারী আধিকারিক যদি অন্য থানা অথবা বিভাগে বদলি হয়ে যান, তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, সেই আধিকারিক পুরনো থানায় এসে নতুন তদন্তকারী আধিকারিককে কেস ডায়েরি হাতবদল করেন না। এই ব্যাপারে নজর রাখার জন্য থানার ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে।