কলকাতা, এই নামটার সঙ্গে গত একশ বছর ধরে সেঁটে থাকা স্থাপত্যদের মধ্যে একেবারে প্রথম দু-একটার মধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল। গত শহতকের পাঁচ ছয়েক দশকের কত সাহিত্যে, সিনেমায় রয়েছে ভিক্টোরিয়ার মাথার সেই পরীর কথা। একসময় নিয়মিত ঘুরত সেই পরী। তারপর, কী হল? কিচ্ছু না, এখনও নিয়মিত ঘোরে সেই রহস্যময়ী, একটু জোরে হাওয়া দিলেই। শুনতে স্বপ্নের মতো লাগলেও এটা সত্যি।
সম্প্রতি ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষই সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো পোস্ট করে জানিয়েছে, একটু জোরে হাওয়া দিলেই ভিক্টোরিয়ার মাথার পরী আজও ঘোরে, কতটা জোরে? এই, ১৫ কিলোমিটার/ঘণ্টা বেগে হাওয়া দিলেই।
এই পরীর উচ্চতা প্রায় ৫ মিটার, মানে তিন মানুষ সমান উচ্চতা। ব্রোঞ্জের এই পরীর ওজন প্রায় ৩.৫ টন। একটা পূর্ণবয়স্ক হাতির ওজনের অর্ধেক। ২০০ ফুট উচ্চতার ভিক্টোরিয়ার মাথায় কীভাবে আজও ঘুরে চলেছে সেই রহস্যময়ী পরী! নাহ! সে প্রযুক্তির পেছনে অবশ্য কোনও রহস্য নেই, আছে ঘোর বিজ্ঞান।