আগামী ৩ জানুয়ারি কলকাতা পুরসভার ১৬টি বরোর ১৬টি স্কুল থেকে ১৫ ঊর্ধ্বদের ভ্যাকসিন দেওয়া শুরু হবে। ৪ জানুয়ারি ৫০টি স্কুল থেকে ১৫ ঊর্ধ্বদের ভ্যাকসিন (vaccination) দেওয়া হবে। পুরসভা সূত্রে খবর, কলকাতায় ১৫ থেকে ১৮ বছর বয়সী আড়াই লক্ষ পড়ুয়াকে কোভ্যাক্সিন দেওয়া হবে। ১০ জানুয়ারি থেকে ষাটোর্ধ্বদের দেওয়া হবে প্রিকশন ডোজ (Precaution dose)।
করোনার পাশাপাশি রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন (omicron)। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বিদেশে না গিয়েও সংক্রমিত হয়েছেন আরও চারজন। রাজ্যে নতুন করে পাঁচজন ওমিক্রন পজিটিভ। তাঁদের মধ্যে একজনের বিদেশ যাত্রার রেকর্ড থাকলেও, বাকি চারজন বিদেশে যাননি। এই চারজনের মধ্যে দু’জন কলকাতার এবং বাকি দু’জন দমদম ও হাওড়ার বাসিন্দা। এক জন পূর্ব আফ্রিকার তানজানিয়ার বাসিন্দা। রাজ্যে এই নিয়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১।