তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে গ্রেফতার তৃণমূলের যুব নেতা কৌশিক সরকার। অভিযোগ সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যাড ব্যবহার করে প্রায় ৪ কোটি টাকার প্রতারণা করছে ওই অভিযুক্ত। এমনকি অভিষেকের অফিসের সামনে নিয়ে গিয়েও তিনি প্রতারণা করেছেন বলে অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
বৃহস্পতিবার নিউটাউন থেকে ওই যুবনেতাকে গ্রেফতার করে শেক্সপিয়র থানার পুলিশ। দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা এই কৌশিকের বিরুদ্ধে আগেও তোলাবাজির অভিযোগ ছিল বলে জানা গিয়েছে সূত্র মারফত। নিজেকে অভিষেকের ঘনিষ্ঠ বলে লাইসেন্সের সুবিধা করে দেওয়া, এক্সপোর্ট-ইমপোর্টে সুবিধা করে দেওয়া - এমন প্রতিশ্রুতি দিয়ে সম্প্রতি এক ব্যবসায়ীর কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় ২৭ লক্ষ টাকা ওই বিক্রি নিয়েছিল বলে জানা গিয়েছে।
শুধু তাই নয় অভিষেকের অফিসের সামনে তাঁকে নিয়ে গিয়ে দেখা করিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও ওই অভিযুক্ত দিয়েছিল বলে খবর। তার কিছুক্ষন পর নাকি সে এসে বলেছিল অভিষেক অফিসে নেই। এরপর ব্যবসায়ীর তরফে শেক্সপীয়র সরণি থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়।তার ভিত্তিতেই গ্রেফতার করা হয় যুব তৃণমূল নেতাকে।