১০ বছরের প্রেম। বিয়ের দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু বিয়ের আগেই রহস্যমৃত্যু তরুণীর (Unnatural Death)। ঘটনাটি ঘটেছে কলকাতার গড়ফায় (Garfa)। পরিবারের অভিযোগ, হবু স্বামীই এই ঘটনায় মূল অভিযুক্ত। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
মৃত তরুণীর নাম সুস্মিতা দাস। বয়স ২৬ বছর। কলকাতার গড়ফা এলাকার বাসিন্দা তিনি। প্রায় ১০ বছর ধরে হাবড়ার বাসিন্দা পঙ্কজ দাসের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। সম্প্রতি বিয়েও ঠিক হয়ে গিয়েছিল। পরিবার সূত্রে খবর, রবিবার দুপুর ১২টা নাগাদ গড়ফায় হবু স্ত্রীর বাড়ি আসেন পঙ্কজ। সেখানে দীর্ঘক্ষণ ছিলেন। দুপুরে একসঙ্গে খাওয়া-দাওয়াও করেন। বিকেল চারটে নাগাদ ফিরে যান পঙ্কজ। পরিবারের অভিযোগ, তারপরই মেয়ের ঘরে গিয়ে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাঁকে বাঙুর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: ধাক্কা মেরে সেতুর রেলিং ভেঙে ঝুলছে বাস, আসানসোল যাওয়ার পথে দুর্ঘটনায় আহত ৭
কীভাবে তরুণীর মৃত্যু হয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবার সূত্রে খবর, সম্পত্তিগত বিবাদও ছিল। তার কোনও যোগ আছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে।