রাজ্যের দুই বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন। কলকাতা বিশ্ববিদ্যালয় ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে তাই অভিভাবকদের কপালে চিন্তার ভাঁজ। ক্লাস কবে শুরু হবে, তা নিয়েও দোলাচল তৈরি হয়েছে।
এদিকে দীপাবলীর আগেই গোটা রাজ্যে স্নাতকোত্তরে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। ২১ অক্টোবরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। ১ নভেম্বর MA, MSc, M.Com ক্লাসও ১ নভেম্বর থেকে শুরু হবে। তাই উপাচার্য না থাকায় ক্লাস শুরু নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
কিন্তু কেন উপাচার্যহীন এই দুই বিশ্ববিদ্যালয় ?
গত অগষ্ট মাসে মেয়াদ শেষ হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য আশুতোষ ঘোষের। এখনও স্থায়ী উপাচার্য নিয়োগ হয়নি। উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে পুনর্নিয়োগ করা বেআইনি। একটি শুনানিতে এই রায় দেয় আদালত। গত ২৭ অগাস্ট ফের তাঁকে দায়িত্ব দেওয়া হলে মামলা হাই কোর্টে ওঠে। রায়দান স্থগিত রেখেছে আদালত। বর্তমানে অস্থায়ী ভিত্তিতে কাজ সামলাচ্ছেন সহ উপাচার্য (শিক্ষা) আশিস চট্টোপাধ্যায়। কিন্তু এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি না হওয়ায় আশিসবাবুর দায়িত্বের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে।
অন্যদিকে, এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। যে কারণে অভিভাবকহীন হয়ে পড়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ও। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে কেউ নেই। এমনকি অস্থায়ী দায়িত্ব নিতেও রাজি নন কেউ।