কলকাতা বিমানবন্দরে দুটি বিমানের ধাক্কা। বুধবার সকালের এই ঘটনায় অবশ্য হতাহতে কোনও খবর নেই। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, রানওয়েতে দাঁড়িয়ে থাকা এয়ার ইন্ডিয়ার উড়ানে ধাক্কা মারে ইন্ডিগোর একটি উড়ান। ফলে এয়ার ইন্ডিয়ার উড়ানের ডানা ভেঙে গিয়েছে।
কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, রানওয়েতে দাঁড়িয়েছিল এয়ার ইন্ডিয়ার উড়ান। সেইসময় ওই রাস্তা দিয়েই আসছিল ইন্ডিগোর উড়ান। সেই সময় এয়ার ইন্ডিয়ায় ধাক্কা মারে ইন্ডিগো। এই ঘটনায় ইন্ডিগোর দুই চালককে আপাতত কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
ডিজিসিএ জানিয়েছে, ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়েছে গ্রাউন্ড স্টার্ফদেরও।