মহানবমীতে মহাসমাবেশ। যত রাত বাড়ল, তত ভিড়ও বাড়ে ধর্মতলা চত্বরে। শুক্রবার রাতেই অনশনমঞ্চে যোগ দিলেন আরও দুই চিকিৎসক। যার ফলে অনশনরত চিকিৎসকের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। এছাড়া উত্তরবঙ্গ মেডিকেল কলেজের দুই জুনিয়র ডাক্তারও আমর অনশন করছেন।
১০ দফা দাবি নিয়ে গত শনিবার রাত সাড়ে ৮টা খেকে আমরণ অনশন শুরু করেন কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজের ৬ জন পড়ুয়া। তালিকায় ছিলেন তনয়া পাঁজা, সায়ন্তনী ঘোষ হাজরা, অনুষ্টুপ মুখোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায় ও পুলস্ত্য আচার্য। রবিবার থেকেই অনশনে যোগ দেন আরজি করের অনিকেত মাহাতো। শুক্রবার অনশনে যোগ দিলেন চিকিৎসক আলোলিকা ঘোডৃ়ই ও পরিচয় পন্ডা।
শুক্রবার রাতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট-এর পক্ষ থেকে জানানো হয়, শিশুমঙ্গলের ইএনটি বিভাগে পরিচয় পান্ডা অনশনে যোগ দিচ্ছেন। কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে সার্জারির প্রথম বর্ষের পড়ুয়া আলোকিকা ঘোড়ুই। তিনিও অনশন মঞ্চে যোগ দিয়েছেন।
গত ২ মাস ধরে আরজি কর কাণ্ডে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল রাজ্য। কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডাক্তাররা। রবিবার IMA-এর বেঙ্গল শাখা কলকাতা-সহ জেলায় জেলায় প্রতীকী অনশনের ডাক দিয়েছে। শনিবার জুনিয়রর ডাক্তাররা দ্রুত বিচারের দাবিতে সিজিও কমপ্লেক্স অভিযান করবেন।